৫০০ মিটার দৈর্ঘ্যের নদীবাঁধ সংরক্ষণ প্রকল্পের কজের শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগম তথা পঃবঃ সরকারের সেচ ও জলপথ দপ্তরের ৬২,০০,০০০.০০ টাকা অর্থানুকূল্যে, শিলিগুড়ি পুর নিগমের ৪২ নং ওয়ার্ডের কমলানগরে মহানন্দা নদীর বামপাড়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের নদীবাঁধ সংরক্ষণ প্রকল্পের কজের শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মেয়র জানালেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নির্দেশ দিয়েছিলেন অনেক দিন আগের থেকেই। তার জন্যে আজ এই প্রকল্প একটা আলাদা চেহারা পেল। বহু মানুষ উপকৃত হবেন এই প্রকল্পের পরে কাজ শুরু হবার পরেই। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সেচ আধিকারিক এবং রাজ্যের সেচ দপ্তরের আধিকারিকেরা। শিলিগুড়ি পুরসভার এই ওয়ার্ডের এই উদ্বোধন বহুদিন থেকেই শুরু করবার কথা ছিল। আজ রাতে এই উদ্বোধনে উপস্থিত ছিলেন বহু সাধারন মানুষও।