রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হল আইসিডিএস সেন্টারের শৌচালয়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আইসিডিএস সেন্টারের শৌচালয় মেশিন দিয়ে গুড়িয়ে ফেলা হল রাতের অন্ধকারেই৷ঘটনা টি ঘটেছে মালদার ঝিমুলি গ্রামে৷যদিও গ্রামবাসীরা রুখে দাঁড়ালে এক্সকেভেটার চালক এলাকা ছেড়ে পালায়৷ পরে পুলিশ এসে বাজেয়াপ্ত করে মেশিনটি৷ এলাকাবাসীর আরও অভিযোগ রাতের অন্ধকারে এই কাজ করেছে জমি মাফিয়ারাই৷ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এমনকি ব্লকের সিডিপিও৷ মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর নির্দেশেই৷গ্রামের মোড়ল ও পঞ্চায়েতের উপপ্রধান গোটা ঘটনা নিয়ে দাবি জানিয়েছেন যথাযথ পুলিশি তদন্ত, জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদানেরও৷

এবিষয়ে গ্রামের মোড়ল মধু মার্ডি বলেন, “১৫ বছর ধরে একটিই আইসিডিএস সেন্টার এই গ্রামে৷ সেটি তৈরি সরকারি জমিতেই৷ এই সেন্টার থেকে বর্তমানে খাবার পায় ৮৬ জন শিশু ও প্রসূতি৷ তাঁদের জন্য শৌচাগারটি তৈরি করা হয়েছিল বছর খানেক আগেই৷ কিন্তু গতকাল রাতে মেশিন দিয়ে সেটি গুঁড়িয়ে দেয় এলাকারই কিছু জমি মাফিয়া ৷ বিষয়টি জানতে পেরে রাতেই ছুটে আসে গ্রামবাসীরা৷ পরিস্থিতি বেগতিক দেখে চালক মেশিন ফেলে পালিয়ে যায়৷ আমাদের আরও ধারণা, এই কাজ করেছে এলাকারই কিছু জমি মাফিয়া৷ এই শৌচাগারটি খুব গুরুত্বপূর্ণ ছিল সেন্টারে আসা প্রসূতি ও শিশুদের জন্য৷ আমরা চাই, দ্রুত তৈরি করা হোক ওই শৌচাগারটি৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *