৯০ লক্ষ সংক্রমণ ছাড়াল এদেশে , ৫৮৪ জনের মৃত্যু হলো একদিনেই
বেস্ট কলকাতা নিউজ : শেষমেশ করোনার গতি অব্যহতই রইলো এদেশে। শেষ ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৮৮২ জন ফের নতুন করে আক্রান্ত হলেন করোনায়। এই সময়ের মধ্যেই ফের মৃত্যু হয়েছে আরও ৫৮৪ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ৪ হাজার ৩৬৬ দাঁড়িয়েছে নতুন সংক্রমণ ও মৃত্যুর নিরিখে । অন্যদিকে দেশে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১৬২ জনের। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার ৭৯৪ রয়েছে এই মুহূর্তে। যা কিনা ৪৯১ বেশি গত ২৪ ঘন্টার তুলনায়।
দেশে এখন অবধি ৮৪ হাজার ২৮ হাজার ৪১০ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৪৪ হাজার ৮০৭ জন। এদিকে রাজধানী দিল্লিতেও মারাত্মক সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত হারে। শেষ ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। যেখানে বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৮৬। বৃহস্পতিবার সেখানে আক্রান্ত হলেন ৭৫৪৬ জন।প্রতিদিনকার সংক্রমণের জেরে আক্রান্তের সংখ্যা মোট ৫.১ লক্ষ ছাড়াল দিল্লিতে। দিল্লিতে পরিসংখ্যান অনুযায়ী অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৪৩ হাজার ২২১। রাজধানীতে শেষ ২৪ ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৮ জনের। যার ফলে দিল্লিতে ৮০০০ পেরিয়ে গেছে করোনার মোট মৃত্যু।