‘বিজেপি বিরোধী জোট সম্ভব নয় কংগ্রেসকে ছাড়া ‘! এমনটাই জানালেন শরদ পাওয়ার
বেস্ট কলকাতা নিউজ : এনসিপি প্রধান শরদ পাওয়ার বৈঠকে বসেন ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে। বৈঠকে আলোচনা হয় ২০২৪ লোকসভা নির্বাচন নিয়েও। বৈঠকে বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে শরদ পাওয়ার বলেন, রাষ্ট্রমঞ্চের বৈঠকে বিরোধী নেতাদের সঙ্গে মিলিত হয়েছিলাম ঠিকই। কিন্তু সেখানে জোট তৈরি করা হচ্ছে এ বিষয়ে কোনও কথা হয়নি। কংগ্রেসকে বাদ দিয়ে করা যাবে না এমনকি বিজেপি বিরোধী কোনো জোট। এ প্রসঙ্গে শরদ পাওয়ার জানান, ‘ কংগ্রেসকেও সঙ্গে নিতে হবে বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে। কোনও বিরোধী জোট সম্ভব নয় এমনকি কংগ্রেসকে বাদ দিয়ে। কংগ্রেসকে বাদ দেওয়া যাবে না, বৈঠকে তা জানিয়েছি। জোটে প্রয়োজন কংগ্রেসের মত বড় দলকে। তবে পক্ষপাতী নই একক ক্ষমতায় কোনও জোট গড়ার। জোট গড়ে তোলা দরকার যৌথ ভাবেই। তবেই নতুন সেই ফ্রন্ট লড়াই করতে পারবে বিজেপির বিরুদ্ধে । আগেও বহুবার চেষ্টা করেছি নতুন ফ্রন্ট তৈরির। সবাইকে নিয়েই চলতে চাই।সেই উদ্যোগ আগেও নিতে চেয়েছিলাম।
শরদ পাওয়ার সবটা স্পষ্ট করলেন তৃতীয় ফ্রন্ট তৈরির নিয়ে। কয়েকদিন ধরেই জল্পনা ছিল কংগ্রেসকে নেওয়া হচ্ছে না তৃতীয় ফ্রন্টে। সম্পূর্ণ ভুল এ কথা। কোনও কিছু ভাবা হয়নি কংগ্রেসকে বাদ দিয়ে।’ এই বৈঠকে উপস্থিত ছিল একাধিক বিরোধী দলের বিশিষ্ট নেতৃবৃন্দ।