জলপাইগুড়িতে হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর
বেস্ট কলকাতা নিউজ : জলপাইগুড়িতে হাতির হানায় মর্মান্তিক মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর । এমনকি এলাকাও গভীর শোকচ্ছন্ন জলপাইগুড়ির গজলডোবা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনার পর। বৃহস্পতিবার শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর দিনেই এমন দু:সংবাদ এলো । হাতির হানা এমন নতুন কিছু নয় জলপাইগুড়ির গজলডোবা ও ডুয়ার্সে। তবে এলাকায় চরম শোকের পরিবেশ হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায়। জানা গেছে ওই পরীক্ষার্থী হাতির হানার কবলে পড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার সময়। ঘটনাটি ঘটে গাজলডোবা সংলগ্ন মহারাজ ঘাট এলাকায় । এই দু:সংবাদে শোকস্তব্ধ পুরো গাজলডোবা এলাকা। অন্যান্য পরীক্ষার্থীরাও চরম আতঙ্কিত হাতির হামলার ভয়ে।
জানা গেছে নিহত ছাত্রের নাম অর্জুন দাস। বাবার সাথে বাইকে চেপে পরীক্ষা দিতে যাওয়ার পথে তারা বুনো হাতির মুখে পড়ে। তার পরেই ঘটে মর্মান্তিক ঘটনা। নিহত ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায় । হাতির হানায় ওই ছাত্রের মৃত্যুর জেরে তার সহপাঠিরা তীব্র আতঙ্কিত। কারণ, এই এলাকা দিয়েই তাদের পরীক্ষা দিতে যেতে হবে।