কলকাতা হাইকোর্টে খারিজ হল লালার বিরুদ্ধে বেআইনি কয়লা উত্তোলনের মামলা
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট খারিজ করল কয়লাপাচারে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে বেআইনি কয়লা উত্তোলন সংক্রান্ত একটি মামলা। ওই মামলা করা হয়েছিল বাঁকুড়ার মেজিয়ায় বেআইনি কয়লা উত্তোলন নিয়ে৷ কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ওই মামলা খারিজ করে দেন তথ্য গোপনের জন্যই৷
আজ, বুধবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু শুনানির শুরুতে দেখা যায় মামলাকারী একই ইস্যুতে কলকাতা হাইকোর্টে আগেই দায়ের করেছেন একটি জনস্বার্থ মামলা (PIL)৷ তা এই মামলায় গোপন করেছিলেন তিনি। সেই কারণেই মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক।এর পাশাপাশি বিরক্ত বিচারপতি দেবাংশু বসাকের আরও হুঁশিয়ারি, ফের যদি এই ভুল করা হয়, তাহলে জরিমানা করা হবে খোদ মামলাকারীকেই৷ একই সঙ্গে নির্দেশে জানানো হয়েছে মামলাকারী চাইলে নতুন করে আদালতে আবেদন জানাতে পারেন এই ব্যাপারে।