ইন্টারপোল, সিআইডি, সিবিআইকে বারাসতের অপহৃত মেয়েকে বাংলাদেশ থেকে উদ্ধারের নির্দেশ দিল হাইকোর্ট
বেস্ট কলকাতা নিউজ : অবিলম্বে ভারতে ফিরিয়ে আনতে হবে অপহৃত মেয়েক।সিআইডি, সিবিআই ও ইন্টারপোল যৌথভাবে এই কাজ করবে এবং তাকে ফিরিয়ে আনতে হবে ভারতে। সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে তার রিপোর্ট জমা করতে হবে মাসের মধ্যে, কলকাতা হাইকোর্টের এমনি নির্দেশ। নমিতা পাইনকে (কাল্পনিক নাম) বারাসত থেকে অপহরণ করা হয় ২০২০ সালের ২৪ জুলাই। পরিবার ভেঙে পড়ে বছর চব্বিশের মেয়েটির হঠাত্ উধাও হওয়ায় ঘটনায়। নমিতার বাবা ওইদিনই বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তদন্ত শুরু হয় অভিযোগের ভিত্তিতে। গত বছর সেপ্টেম্বর মাসে খবর আসে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে নমিতাকে। নমিতার বাবা কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন। গত ১৬ আগস্ট বিচারপতি রাজশেখর মান্থা প্রশাসনের কাছে জানতে চান ইন্টারপোলের সঙ্গে সিআইডি যোগাযোগ করতে পারবে কি না।
শুক্রবার সিআইডির পক্ষ থেকে আদালতে জানানো হয় তারা যোগাযোগ করেছে ইন্টারপোলের সঙ্গে। নমিতার বাবার তরফে আদালতে অপহরণ করে নিয়ে যাওয়া যুবকের আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্য জমা দেন আইনজীবী সুদীপ নয়ন ঘোষ ও আইনজীবী রাজীব মল্লিক । কিন্তু তাতে ভুয়ো তথ্য দেওয়া আছে। আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে আরও দাবি করা হয় আধার কার্ডে রাজদীপ বিশ্বাস নাম রয়েছে। কিন্তু সে বিষয়ে সন্দেহ রয়েছে যে নমিতাকে অপহরণ করে নিয়ে গেছে তার নাম আদৌ রাজদীপ কিনা।