এক নজরে আজকের খবর
১।সুরক্ষার আশ্বাস জেলাশাসকের তা সত্ত্বেও এখনো পর্যন্ত অধরা সন্দেশখালির বিডিও নিগ্রহে অভিযুক্তরা।
২।কলকাতায় উদ্ধার হলো প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার জাল নোট, একজন পাকড়াও হলো এসটিএফের হাতে।
৩।হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটে রাসায়নিকের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন,ঘটনাস্থল পরিদর্শনে এলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
৪।দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
৫।দলের স্বার্থেই দলীয় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বনগাঁ পৌরসভার তৃণমূল কাউন্সিলাররা।
৬।মাঝ বয়সী ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছাড়ালো হাওড়ায়।
৭।লোকসভা ভোটে খারাপ ফলের জের, অপসারণ করা হলো তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে।
৮।বাংলাদেশ থেকে নাবালিকাকে কলকাতায় এনে দেহব্যবসা! ১০ বছরের কারাদণ্ড হল ২ অভিযুক্তের।
৯। জনসমক্ষে এলো কলেজ পড়ুয়াদের মাদক-কারবার, শহর কলকাতায় আটক হলো পাঁচ পড়ুয়া, পাকড়াও তিন পাচারকারীও।
১০।পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জের , কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে তমলুকে পথে নামলো তৃণমূল।
১১। বেতন পাননি দেড় বছর ধরে , মগডালে চড়ে আত্মহত্যার হুমকি অস্থায়ী কর্মীর, হুলস্থূল কান্ড বাঁধলো পুরুলিয়া পুরসভা চত্বরে।
১২।‘সিঙ্গুরে হার, আমাদের কাছে লজ্জার, অনেকেই কাটমানি নিয়েছেন’, হুগলিতে দলীয় বৈঠকে দলীয় নেতা কর্মীদের এই ভাষাতেই সতর্ক করলেন মমতা বন্দোপাধ্যায়।