কোনও রকম খামতি নয় সতর্কতায়, নবান্ন বেঁধে দিল এমনকি বিসর্জনের সময়ও
বেস্ট কলকাতা নিউজ :ফের একবার দুর্গা পুজো আয়োজিত হতে চলেছে কোভিড আবহের মধ্যেই।ইতিমধ্যেই নবান্নের তরফে প্রকাশ করা হয়েছে পুজোর একাধিক গাইডলাইনও। এবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর নোটিস জারি করে দিল বিসর্জনের সময়বিধি বেঁধেও। সেই সঙ্গে এও জানিয়ে দিল, যেন কোনও রকম খামতি না থাকে নিরাপত্তার ক্ষেত্রেও । নোটিসে এও বলা হয়েছে, পুজো কমিটিগুলিকে বিসর্জনের সময় বাঁধতে হবে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যেই। পাশাপাশি নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, সর্বত্র আলাদা সতর্কতা নিতে হবে গোটা পুজোজুড়েই। এই প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে দেশে জারি করা জঙ্গি-সতর্কতার কথাও। বিশেষ জোর দিয়ে বলা হয়েছে সে কথা মাথায় রেখেই, যেন কোনও রকম খামতি না পড়ে নজরদারিতেও। যাতে যথেষ্ট সংখ্যক ভলান্টিয়ার রাখেন পুজো কমিটিগুলোও, উত্সবের ভিড়ে সন্দেহজনক কাউকে যাতে ঢুকতে না দেওয়া হয়, সে কথাও উল্লেখ করা হয়েছে ওই নোটিসে।
শুধু তাই নয়, প্রতিটি পুজো কমিটির তরফে যোগাযোগ রাখতে হবে স্থানীয় থানায়। বড় পুজোগুলিকে সিসিটিভি বসাতে হবে আবশ্যক ভাবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করে নজরদারি করতে হবে এমনকি ভিড় নিয়ন্ত্রনের ক্ষেত্রে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যেন কোনও ফাঁক না থাকে, সেটিও উল্লেখ করা হয়েছে নোটিসে। বিশেষ পদক্ষেপ করতে হবে ঘনজনবসতিপূর্ণ এলাকায়, স্পর্শকাতর এলাকায়। বিসর্জনের তারিখ, সময়, জায়গা সব ঠিক করে স্থানীয় পুলিশকে জানিয়ে রাখার কথাও ওই নোটিসে বলা হয়েছে।