মশার আঁতুড়ঘর খোদ বেহালায়, মৃত্যু মহিলার, ছাড়াল ডেঙ্গির আতঙ্ক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুজো মিটতেই পুর এলাকায় একদিকে করোনা , অন্যদিকে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়ছে। বেহালার ১১৬ নম্বর ওয়ার্ডে দীপালি দত্ত (৩৬) নামে এক মহিলা মারা যান ষষ্ঠীর দিনই । এলাকাবাসীর ধারণা , তাঁর মৃত্য হয়েছে ডেঙ্গিতেই। কিন্তু ডেঙ্গির কোনো কথা নেই ডেথ সার্টিফিকেটে।বরং সেখানে লেখা রয়েছে ‘ সেপসিস শক মাল্টি অর্গ্যান ফেলিওর। ‘ এমনকি অনেকেই জ্বরে ভুগছেন ওই এলাকায়। সেজন্য ডেঙ্গির আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় লোকজনের মধ্যেও। এমনকি ডেঙ্গির আতঙ্ক ছড়িয়ে পড়েছে ১১৬ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়।এলাকার স্থানীয়দের আরও অভিযোগ , এই পরিস্থিতি এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্যই। একেবারেই পরিষ্কার করা হয় না এলাকার গালিপিটগুলিও। ওগুলিই মশার একমাত্র আঁতুড়ঘর বলে দাবি স্থানীয়দের।

এদিকে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানান , শুক্রবার তিনি এলাকা পরিদর্শনে আসবেন।পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ডেঙ্গুর চারটি সেরোটাইপের হদিশ মিলেছে বলে খবর। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল ডেন ২ ও ডেন ৩। রাজ্যে বাড় বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে এই দুই সেরোটাইপেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *