ভুয়ো দন্ত চিকিৎসক গ্রেফতার হল ত্রিবেণী থেকে
বেস্ট কলকাতা নিউজ : পুলিশ এক ভুয়ো দাঁতের চিকিৎসককে গ্রেফতার করল হুগলির ত্রিবণী থেকে৷ প্রভাস চন্দ্র সাধু নামে ওই প্রতারক চেম্বার খুলে বসেছিল ত্রিবেণী স্টেশন রোডে৷ স্থানীয়রাই ওই ভুয়ো ডেনটিস্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন হুগলির ডেপুটি পুলিশ সুপারের কাছেও৷ মগরা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে সেই অভিযোগের ভিত্তিতেই৷ প্রভাস চন্দ্র সাধু তার ডাক্তারি পাশের সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নম্বর কিছুই পুলিশকে দেখাতে পারেনি গ্রেফতারের আগে৷
প্রসঙ্গত, পুলিশ প্রভাস চন্দ্র সাধু সম্পর্কে তদন্ত শুরু করে স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে৷ পুলিশ সেই তদন্তেই জানতে পারে, প্রভাস কোনও ডেনটিস্ট নয় ৷ সে ডাক্তারি পাশই করেনি কোনও মেডিক্যাল কলেজ থেকে৷ এর পরেই আজ পুলিশ ত্রিবেণী স্টেশন রোডে তার চেম্বারে হানা দেয়৷ তার থেকে চাওয়া হয় রেজিস্ট্রেশন নম্বর এবং সার্কিফিকেটও ৷ কিন্তু, সে সেগুলির কোনওটাই পুলিশকে দেখাতে পারেনি৷ গ্রেফতারের পর আজই তাকে চুঁচুড়া আদালতে তোলা হয় প্রভাস সাধুকে৷ সেখানে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তাকে৷ যদিও, প্রভাসের দাবি চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে৷