বারুইপুরের গর্ব পেয়ারা, এই চাষ আয়ের দিশা দেখাচ্ছে এমনকি হাজার-হাজার পরিবারকে
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। মফস্বলের এই এলাকার পরিচয় পেয়ারার নামেই। খুবই উর্বর আদিগঙ্গার বুকের এই এলাকার মাটিও। এমনকি সে ছবি স্পষ্ট হবে বারুইপুরের আনাচে-কানাচে ঘুরলেই। এ তল্লাটে মিলবে আম, জাম, লিচু, কাঁঠাল, কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছই। তবে সবার সেরা হল এখানকার পেয়ারা। এক কথায় অতুলনীয় বারুইপুরের পেয়ারার স্বাদ-গন্ধ। পুষ্টিগুণে ভরপুর পেয়ারা স্থানীয় এলাকায় বিক্রি তো হয়ই, এমনকি কাকভোরেও বারুইপুরের পেয়ারা শহর কলকাতার উদ্দেশে পাড়ি দেয় ছোট-বড় গাড়িভর্তি হয়ে। ট্রেনেও ফি দিন কলকাতা শহরের বাজারগুলিতে পেয়ারা নিয়ে যাওয়া হয়। দেশের নানা রাজ্যেও রফতানি হয় এমনকি এই পেয়ারা। এমনকী বিদেশেও রফতানি হয় এই ফল। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বারুইপুর-সহ আশেপাশের এলাকার হাজার-হাজার পরিবার যুক্ত এই পেয়ারার কারবারের সঙ্গে। এই চাষ আয়ের দিশা দেখাচ্ছে তাদেরকে ,এই পেয়ারাই এঁদের রুজি-রুটি।