পেগাসাস কি ফোনে সত্যি আড়ি পেতেছিল? আজ রায় ঘোষণা করবে দেশের শীর্ষ আদালত
বেস্ট কলকাতা নিউজ : আজ বুধবার ঘোষণা করা হবে পেগাসাস মামলার রায়। এমনকি শীর্ষ আদালতে ৯টি পিটিশনও দাখিল করা হয়েছিল ফোনে আড়িপাতা -কাণ্ডে কেন্দ্রের জবাব দাবি করে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চে পেগাসাস ইস্যুতে শুনানি চলছে মামলাকারীদের আবেদনের ভিত্তিতেই। এদিকে বিচারপতিরা আগেই বলেছিলেন, পাওয়া যায়নি পেগাসাস স্পাইওয়্যার ফোনের তথ্য চুরি করেছে এমন কোনও নিশ্চিত প্রমাণও। এই নিয়ে এমনকি আলোচনা করতেও নিষেধ করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এদিকে শীর্ষ আদালত বিস্তারিত তথ্য দিয়ে হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছিল পেগাসাস কাণ্ডে কাদের নাম তালিকায় পাওয়া গিয়েছিল সে বিষয়ে। পেগাসাস ইস্যুতে যাঁরা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তাঁদের মধ্যে রয়েছেন আইনজীবী মনোহর লাল শর্মা। দ্বিতীয় আবেদনকারী সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। তাছাড়া আবেদনকারীদের তালিকায় রয়েছেন সাংবাদিক এন রাম ও শশী কুমারও। সেই আড়ি-কাণ্ডের তালিকায় নামও ছিল সাংবাদিক পরাঞ্জয় গুহ ঠাকুরতা, এসএনএম আবিদি, প্রেম শঙ্কর ঝা, রূপেশ কুমার সিং ও ইপ্সা সাতক্ষীরও। তাঁরাও এমনকি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। অন্যদিকে, পেগাসাস মামলার তদন্ত দাবি করেছে এডিটর গিল্ড অব ইন্ডিয়া। তারা আদালতে জমা দেওয়া আবেদনপত্রে জানিয়েছে বিশেষ টিম তৈরি করা হোক পেগাসাস ইস্যু নিয়ে তদন্তের জন্য।