দেড় লাখ গাপ্পি মাছ ব্যবহার করা হবে মালদায় ডেঙ্গি মশা নিধনের কাজে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোরোনা মারাত্মক আকার নিয়েছে প্রায় সমগ্র জেলা জুড়েই৷ তিন হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে এমনকি সংক্রমিতের সংখ্যাটাও৷ সবচেয়ে ভয়াবহ জেলার দুই পৌর এলাকার পরিস্থিতিও৷ এরই মধ্যে কোথাও কোথাও আবার দেখা দিয়েছে মারণ ডেঙ্গির প্রকোপ৷ চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কোরোনা আবহে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে ডেঙ্গির প্রাদুর্ভাব৷ এই পরিস্থিতিতে পুরাতন মালদা পৌর কর্তৃপক্ষ এগিয়ে এলো ডেঙ্গি প্রতিরোধের জন্য৷ সেখানকার ২০ টি ওয়ার্ডে এমনকি দেড় লাখ গাপ্পি মাছও ছাড়া হল পৌরসভার উদ্যোগেই৷ পৌরসভার প্রশাসক এও জানিয়েছেন, তাঁরা তৈরি কোরোনার সঙ্গে ডেঙ্গি মোকাবিলা করার ক্ষেত্রেও৷

কোরোনা ভয়াবহ আকার নিয়েছে মালদা শহরের সঙ্গে পুরাতন মালদা শহরেও৷ ইতিমধ্যে দেড়শ জনের বেশি কোরোনা সংক্রমিত হয়েছে এই শহরে৷ মৃত্যুও হয়েছে এমনকি বেশ কয়েকজনেরও৷ এরই মধ্যে স্থানীয়রা দাবি করেছে পৌরসভার ১৯ , ২০ নম্বর ওয়ার্ড-সহ বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গি হানা দিয়েছে বলেও৷ যদিও পৌর কর্তৃপক্ষ স্থানীয়দের সেই দাবি মানতে নারাজ ৷ ডেঙ্গিতে কোনও মৃত্যুর খবর নেই এখনও পর্যন্ত৷ কিন্তু কোরোনা আবহে ডেঙ্গি যেন মাথাচাড়া দিতে না পারে পৌর প্রশাসন তার জন্য আগাম সতর্ক৷ তারা গাপ্পি মাছের উপরেই ভরসা করছে ডেঙ্গির মশা নির্মূলের ক্ষেত্রে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *