অবশেষে অভিষেক এ -র ব্যক্তিগত সচিবের স্বস্তি কয়লা পাচার কাণ্ডে, গ্রেফতারি এড়ালেন সুমিত
বেস্ট কলকাতা নিউজ : কয়লা কাণ্ডে অবশেষে স্বস্তি পেলো অভিষেক এ -র ব্যক্তিগত সচিব সুমিত রায়ের। ED তাকে গ্রেফতার করতে পারবে না আগামি ছয় সপ্তাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাক্তিগত সচিব সুমিত রায়কে আগামি ছয় সপ্তাহ গ্রেফতার করা যাবে না কলকাতা হাইকোর্টের অর্ডারে। এর মাঝে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে ED সেটা করতে পারে ভারচুয়ালি। হাইকোর্টের নির্দেশে ভারচুয়ালি অথবা সশরীরে ED-র সামনে হাজিরা দিতে হবে সুমিতকে।
ED আগামি সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানাবে এই রায়কে চ্যালেঞ্জ করে। কয়লাকান্ডে ইতিমধ্যেই সুমিত রায় কে দুটি নোটিস পাঠানো হয়েছে। কয়লা কাণ্ডে এর আগে জেরা করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক কে। দুই বার সেই হাজিরা এড়িয়ে শেষ অবধি তিনি ED-র সঙ্গে দেখা করেন দিল্লিতে। এছাড়াও ডেকে পাঠানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকেও। রুজিরা সেই হাজিরা এড়িয়ে গেলেও ED-র মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ৯ ঘণ্টা ধরে তাঁর জিজ্ঞাসাবাদ চলে ।