বনগাঁ পৌরসভা মানুষের পাশে দাঁড়াল রাজ্য সরকারের NSBS প্রকল্পের অধীনে
বেস্ট কলকাতা নিউজ : বনগাঁ পৌরসভা বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকারের প্রকল্প এনএমবিএস এর মাধ্যমে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হওয়া পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
এমনকি বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও ৪০ হাজার টাকার চেক ও তার পাশাপাশি মিষ্টি ও শাড়ি তুলে দেওয়া হয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন ১৮টি পরিবারের হাতে। এছাড়াও বনগাঁ পৌরসভা থেকে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ওই প্রকল্পের আওতায় পড়া মহিলাদের প্রতি কর্তব্য পালনেরও। এদিকে পৌরসভার কর্মীরাও বেশ খুশি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হওয়া পরিবারকে সাহায্য করতে পেরে।
এই প্রসঙ্গে বনগাঁ পৌরসভার পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, অনেকেই উপকৃত হয়েছেন মমতা ব্যানার্জির কল্পনাপ্রসুত প্রকল্পের দ্বারা। আজ আমরা খুশি হয়েছি এই প্রকল্পের মাধ্যমে ১৮ জন মহিলাকে ৪০ হাজার টাকা করে চেক, শাড়ি ও মিষ্টি তুলে দিতে পেরে। আশা করি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে যাব এভাবেই। এমনকি সুবিধাপ্রাপ্ত মহিলারা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকেও।