আলিগড়ে ১ পড়ুয়া জখম হল ক্লাস চলাকালিন কলেজে চিতাবাঘ ঢুকে গিয়ে
বেস্ট কলকাতা নিউজ : চিতাবাঘ ঢুকে পড়ল উত্তর প্রদেশের আলিগড়ের এক কলেজে।জানা গেছে চিতাবাঘটি এক পড়ুয়াকে আক্রমন করে ছাররা এলাকার একটি কলেজে ঢুকে পড়ে। জখম পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গেই। এক ভয়ঙ্কর খবর সামনে এসেছে উত্তরপ্রদেশের আলিগড় থেকে। এদিকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় আলিগড়ের ছাররা শহরে একটি চিতাবাঘের আগমনে।আরও জানা গেছে চিতাবাঘটি ঢুকে পরে আলিগড়ের চৌধুরি নিহাল সিং ইন্টার কলেজে ক্লাস চলাকালিনই। অবশেষে পড়ুয়ারা তাদের প্রাণ বাঁচায় ক্লাস থেকে পালিয়ে গিয়ে।এও জানা গেছে, চিতাবাঘ একই এলাকার একটি শিশুর ওপর হানা দেয় কয়েকদিন আগেও। এরপর খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরকে। তবে ঘটনাস্থলে দুই দলই পৌঁছায় অনেকক্ষণ পর।
জানা গেছে এক পড়ুয়া গুরুতর আহত হয়েছে এই ঘটনায়। এমনকি জখম হয় তাঁর হাত এবং পিঠও। তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পরেই। তবে এই ঘটনায় কলেজ প্রশাসন চরম অসন্তোষ প্রকাশ করেছে। উল্লেখ্য ,এর আগেও চিতাবাঘ বারাউলি গ্রামের একটি স্কুলে ঢুকে, এক ১৫ বছর বয়সী ছেলেকেও আক্রমণ করে।