গোসাবায় ১ জন জখম বাঘের হামলায় , জাল দিয়ে গ্রাম ঘিরেছে বনদফতর
বেস্ট কলকাতা নিউজ : ফের বাঘের আতঙ্ক সুন্দরবনে। শনিবার সকালে গোসাবায় এক বনকর্মী জখম হন বাঘের আক্রমণে। ঘটনা ঘটেছে পরশমণি গ্রামের চরঘেরি এলাকায়। সেখানে মিলেছে বাঘের পায়ের ছাপও। জানা গেছে ওই বনকর্মী জখম হন বাঘের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে।
এদিন সকালে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে স্থানীয়রা বনদফতরে খবর দেন। বনদফতরের আধিকারিকদের অনুমান, শুক্রবার রাতে বাঘটি লোকালয়ে চলে আসে ম্যানগ্রোভের জঙ্গল থেকে। বাঘটি সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর মিত্র বাড়ি এলাকায় রয়েছে বলে জানতে পেরে তল্লাশিতে নামেন বনকর্মীরা। তল্লাশির সময় বাঘটি অতর্কিতে হামলা চালায়। ফলে জখম হন এক বনকর্মী। তাঁকে উদ্ধার করে পাঠানো হয়েছে গোসাবা হাসপাতালে । বনদফতর নতুন করে চরঘেরি এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে এভাবে যখন তখন গ্রামে বাঘের আক্রমণ রুখতে। তবে এখনও মেলেনি বাঘের কোনো সন্ধান ।