ছোটদের টিকাকরণ শুরু আজ থেকেই, জেনে নিন নাম নথিভুক্তকরুন পদ্ধতি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ ৩ জানুয়ারি সোমবার থেকে স্কুল পড়ুয়াদের প্রথমধাপের টিকাকরণ পক্রিয়া শুরু হচ্ছে দেশজুড়ে। এদিকে কো-উইন পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে ১ জানুয়ারি থেকেই। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই কো-উইন প্ল্যাটফর্মে টিকা নেওয়টার জন্য নাম নথিভুক্ত করেছে ১৫ থেকে ১৮ বছর বয়সি, এমন ৬ লক্ষেরও বেশি নাবালক-নাবালিকারা। ভারতে আপাতত কেবলঅনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জ়াইডাস ক্যাডিলার জ়াইকোভ-ডি ভ্যাকসিনই। তবে জ়াইডাসের টিকা এখনও দেশের টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত না হওয়ায়, ছোটদের নিতে হবে কোভ্যাক্সিনের টিকাই।

তাই প্রাপ্তবস্কদের জন্য একাধিক টিকার মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ থাকলেও, ছোটদের ক্ষেত্রে সেই সুযোগটা সীমিত। সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের নাম নথিভুক্ত করার মতোই হবে কো-উইন প্ল্যাটফর্মে ছোটদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। একই সঙ্গে রাখা হচ্ছে ওয়াক-ইন রেজিস্ট্রেশনের সুযোগও। এক্ষেত্রে সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথি পেশ করলেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের নাম কো-উইন প্ল্যাটফর্মে নথিভুক্ত করে নেওয়া হবে, এবং করোনা টিকা দেওয়া হবে উপলব্ধ স্লট অনুযায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *