রাজ্য সরকার পৃথক কৃষি নীতি তৈরি করতে চলেছে উত্তরবঙ্গের জন্য ! এমনটাই জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য কৃষি দফতর উত্তরবঙ্গের পৃথক কৃষি নীতি তৈরী করছে দুই বঙ্গের কৃষি ব্যবস্থার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলে। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে দুই বঙ্গের আবহাওয়া , ভৌগলিক অবস্থা, চাষের জমির গুনাগুন বিচার করেই নতুন এই কৃষি নীতি তৈরি করে তা পেশ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেখানকার চাষাবাদের পরিস্থিতি ,পদ্ধতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে এসেছেন । সেখানকার জল মাটি আবহাওয়া ও পরিবেশ কী ভাবে চাষের অগ্রগতি সম্ভব , তিনি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি ,সেই পরিবেশ কাজে লাগিয়ে নতুন কী কী ধরনের চাষ সম্ভব, উত্তরবঙ্গের কৃষি আধিকারিকদের সঙ্গে তা নিয়ে বিশেষ ভাবে আলোচনাও হয়েছে। সেই আলচোনায় বেশ কিছু নতুন নতুন প্রস্তাব নিয়ে কৃষি দফতরের কর্তারা এখনই মুখ খুলতে নারাজ ।