বিশ্বব্যাঙ্কের এক হাজার কোটির ঋণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্বস্তি মিলল কিছুটা হলেও। বিশ্বব্যাঙ্ক এক হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে রাজ্য সরকার পরিচালিত সামাজিক প্রকল্পগুলিকে স্বীকৃতি দিয়ে৷ রাজ্য সরকারের প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে রাজ্য সরকার যাতে গরিব এবং সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে আরও সুসংহত ভাবে সমাজ উন্নয়নমূলক প্রকল্পগুলি চালাতে পারে, তা নিশ্চিত করতেই এই ঋণ দেওয়া হয়েছে বলে৷ এর ফলে মনে করা হচ্ছ স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলি চালাতে সরকারের আরও সুবিধা হবে বলেই৷ গত ১৯ জানুয়ারি বিশ্বব্যাঙ্ক এই ঋণ অনুমোদন করেছে৷
এক বিবৃতিতে দাবি করা হয়েছে এই ঋণ হাতে আসার ফলে নিজেদের পরিচালিত প্রকল্পগুলিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও৷ বিবৃতিতে এও বলা হয়ছে, এই ঋণ হাতে আসায় মানুষ আরও সহজে যাতে সামাজিক প্রকল্পের সুবিধে পান, তাও নিশ্চিত করতে পারবে সরকার৷ আরও সহজে সম্ভব হবে টেলি মেডিসিনের মাধ্যমে মানুষকে চিকিৎসায় সাহায্য করা, বয়স্ক এবং প্রতিবন্ধ্বীদের জন্য আরও বেশি করে সুযোগ সুবিধা, ডিজিটাল পেমেন্টের মাধ্য মানুষের কাছে আর্থিক সুবিধেও পৌঁছে দেওয়া৷
উল্লেখ্য, এই মুহূর্তে চারশোরও বেশি সামাজিক প্রকল্প চালু রয়েছে রাজ্য সরকারের অধীনে৷ রাজ্য সরকার ‘জয় বাংলা’ নামের প্রকল্পের অধীনে রাজ্যের সব সামাজিক প্রকল্পগুলিকে নিয়ে এসেছে৷ এমনকি চেষ্টা চলছে প্রবীন নাগরিক, মহিলা, আদিবাসী, তপশিলি জাতি- উপজাতির মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষকে চিহ্নিত করে প্রয়োজনীয় সুবিধে পৌঁছে দেওয়ারও৷