অবশেষে ভূমি রাজস্ব দফতর সিঙ্গুরে মাছের ভেড়ি বন্ধ করল টাটা কারখানার জমিতে
বেস্ট কলকাতা নিউজ : সিঙ্গুরে মাছের ভেড়ি তৈরি করা হচ্ছিল টাটার ন্যানো প্রকল্পের জমিতে। এমনকি এনিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছিল প্রবল রাজনৈতিক চাপানউতোর। এবার ভূমি রাজস্ব দফতর বন্ধ করল সেই ভেরি তৈরির কাজ। টাটা কারখানার জমির অবস্থা এমনি যে আর সেখানে চাষ সম্ভব নয়। তাই সেখানে মাছের ভেড়ি তৈরি হচ্ছে। দেখানো হয়েছিল এমনটাই যুক্তি। সেই খননের কাজই চলছিল গত ৫ দিন ধরে। মঙ্গলবার বন্ধ হয়ে গেল সেই কাজ।
মঙ্গলবার দুপুরে প্রকল্প এলাকায় সরেজমিনে তদন্তে যান ভূমি রাজস্ব দফতরের এক আধিকারিক সাধনা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রয়োজনীয় নথি দেখতে চান গোপালনগর মৌজার বনমালী মাইতি নামে একজনের কাছ থেকে। কিন্তু ওই কৃষক কোনও সরকারি নথি দেখাতে পারেননি । তার পরই খননের কাজ বন্ধ করে দেওয়া হয়।ইতিমধ্যেই বাম ছাত্র সংগঠনও সরব হয়েছে প্রকল্প এলাকায় মাছের ভেরি তৈরির বিরুদ্ধে । প্রশ্ন উঠেছে এমনকি ওই এলাকায় ভেরি তৈরি হলেও ভূমি রাজস্ব দফতর অন্ধকারে কেন? এনিয়ে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুধকুমার ধাড়া বলেন, কৃষকদের জন্য মাছ চাষের জলাশয় তৈরি হচ্ছে প্রয়োজনীয় সরকারি নথি হাতে নিয়েই। অন্যদিকে, বিজেপির হুগলি সংগঠনিক জেলার সহ সভাপতি সঞ্জয় পান্ডের দাবি, রাজস্ব ফাঁকি দিয়ে চাষের জমির চরিত্র বদলের কাজ চলছে শাসকদলের নির্দেশেই ।