অবশেষে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিলেন ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে প্রাথমিকের স্কুল খোলার ব্যাপারে
বেস্ট কলকাতা নিউজ : এবার মুখ্যমন্ত্রীর ভাবনা প্রাথমিক স্কুল খোলা নিয়ে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই ভাবনাচিন্তার কথা জানিয়েছেন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে।এমনকি পরিকল্পনা নেওয়া হচ্ছে ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে রোটেশন মেনে ক্লাস করানো যায় কি না সে বিষয়ে স্কুলগুলির সঙ্গে কথা বলার বিষয়েও।
এদিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্ধাস্তুদের পাট্টা বিলির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ”স্কুল গুলো চালু হয়েছে। বড়রা স্কুলে যাচ্ছে। পাড়ায় শিক্ষালয় চলছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। ছোটদেরটা কয়েকদিন অপেক্ষা করতে হবে। কোভিড পুরোটা নিয়ন্ত্রণে এসে গেলেই হবে। আবার নাকি একটা ভ্যারিয়েন্ট আসছে। ছোট ক্লাসগুলো ৫০ পার্সেন্ট করে ক্লাস করতে পারে নাকি, সেটা দেখতে হবে স্কুল গুলোর সঙ্গে কথা বলে। তাহলে ভাগাভাগি করে নেওয়া যাবে আর্ধেক করে ।”