২১ তম শিশু উৎসব শুরু হল অশোকনগরে
বেস্ট কলকাতা নিউজ : পৌর নির্বাচনের দামামা বেজে উঠেছে অশোকনগরে। সরগরম সমস্ত রাজনৈতিক দল। সবাই ব্যস্ত হয়ে পড়েছেন ভোট প্রচারের কাজে ।আর তারই মাঝে ১৩ ই ফেব্রুয়ারী রবিবার শুরুহলো অশোক নগরের শিশু উৎসবের মূল অনুষ্ঠান। সকাল ১১টায় বিশিষ্ট পরিবেশবিদ মাননীয় বঙ্কিম চক্রবর্তী মহাশয় কচুয়া মোড় মিলন সংঘ ক্লাব ময়দানে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন, উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের সন্মানীয় ব্যাক্তিবর্গ। ২১তম বর্ষে পদার্পণ করলো এই ঐতিহ্যবাহী উৎসব। এদিনের মূল মঞ্চে ১৪২৮ সনের সবুজ শৈশব পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন ডক্টর সুজন সেন।
অনুষ্ঠানের শুরুতেই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় ৩০০ জন শিশু ।গত ১৪ই নভেম্বর চাচা নেহেরুর জন্ম দিবসে পৌর অঞ্চলের বিভিন্ন দেওয়ালে পরিবেশ রক্ষা বিষয়ক অঙ্কনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছিল এই উৎসবের। এর পরবর্তীতে সমগ্র অশোক নগর কল্যাণগড় পৌর অঞ্চল জুড়ে চলে প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান । মূল অনুষ্ঠান চলবে আগামী ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত। রয়েছে নাচ, গান, আবৃত্তি, নাটক সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব কমিটির সম্পাদক বিক্রম দাস এবং তনয় মজুমদার জানান এই অনুষ্ঠান চলবে সমস্ত রকম কোভিড বিধি মেনেই, তাদের এই বছরের মূল ভাবনা ভারত মাতার সু- সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম বর্ষে তার চিন্তা ও চেতনার বাস্তব প্রয়োগ।