মধ্যবিত্তের মাথায় হাত! বাড়তে চলেছে ৮০০টি জীবনদায়ী ওষুধের দাম
বেস্ট কলকাতা নিউজ : ৮০০টি জীবনদায়ী ওষুধের দাম ফের বাড়তে চলেছে আগামী মাস থেকেই দাম। ইতিমধ্যেই মুল্যবৃদ্ধি হয়েছে জ্বালানি থেকে জিনিসপত্র সবেতেই। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়া ঘোষণা করেছে পাইকারি মূল্য সূচক প্রায় ১০.৭ শতাংশ দাম বৃদ্ধি ও দাম পরিবর্তনের কথাও।
এর অর্থ অপরিহার্য ওষুধের মূল্য বৃদ্ধি। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে সর্বজনীনভাবে সকলকে জানানো হয়েছে ড্রাগস প্রাইস কন্ট্রোল অর্ডার ,২০১৩ অনুসারে এই পদক্ষেপের কথা। এমনিতেই এই ওষুধগুলির দাম সাধারণের তুলনায় অনেকটাই বেশি। তার ওপর মধ্যবিত্তের চাপ বাড়াবে নতুন করে আবার দাম বাড়ানোর সিদ্ধান্তে, মনে করা হচ্ছে এমনটাই।