এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করল শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের সম্পত্তি
বেস্ট কলকাতা নিউজ : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করল মহারাষ্ট্রের শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সম্পত্তি। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ১১ কোটি টাকা মূল্যের সম্পত্তি। মঙ্গলবার তাঁরা বাজেয়াপ্ত করল আলিবাগের একটি জায়গা এবং মুম্বইয়ের দাদরে একটি ফ্ল্যাট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মূলত এই পদক্ষেপ করেছে চাওয়াল জমি কান্ডের ঘটনায় তদন্তে নেমে। এদিকে ঘটনা সামনে আসার পরেই সঞ্জয় রাউত টুইট করেছেন, “সত্যমেব জয়তে”।
উল্লেখ্য ,১ হাজার ৩৪ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে মুম্বইয়ের একটি ‘চাওয়াল’ (বস্তি) পুননির্মাণের প্রকল্পে। জানা গিয়েছে এই ঘটনায় তদন্তে নেমেই সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে।আরও জানা গিয়েছে, এই নেতার জমি এবং ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে Prevention of Money Laundering Act (PMLA) -এর আওতায় ।