আলিপুরদুয়ারে আরও তিনটি নতুন থানা তৈরী হলো মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলার নাম জড়িয়েছে মাফিয়াদের রমরমায়। এ কারণেও চাপও ক্রমশ বাড়ছে পুলিশের উপরও। অবশেষে আলিপুরদুয়ারে নতুন তিনটি থানা তৈরি হলো জেলায় দুষ্কৃতীদের দৌরাত্ম্যে লাগাম টানতে। এমনকি শোনা যাচ্ছে জেলার তিনটি ফাঁড়ি সোনাপুর, বারবিশা ও হাসিমারাকে থানায় উন্নীত করা হবে, তাও।

আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছে মূলত ২০১৪ সালে। আলিপুরদুয়ার জেলা হওয়ার পর দীর্ঘ ৮ বছর হয়ে গেলেও জেলায় তৈরি হয়নি নতুন কোনো মহকুমা, নতুন ব্লক কিংবা নতুন থানা । প্রশাসনিক পরিকাঠামো সংস্কারের দাবিও দীর্ঘদিন ধরেই রয়েছে। সেই দাবিই এবার পূরন হতে চলেছে। বর্তমানে ৮টি থানা রয়েছে এই জেলায়। এগুলো হল- আলিপুরদুয়ার, শামুকতলা, ফালাকাটা, কুমারগ্রাম, মাদারিহাট, কালচিনি, জয়গাঁ ও বীরপাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *