সেবকে পর্যটক ও গাড়ির সন্ধানে অভিযানে নামল নৌসেনা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : টানা আটদিন ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে তিস্তায় । তবে এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি দুজন পর্যটক ও গাড়ির । যদিও পর্যটক ও গাড়িটিকে উদ্ধার করতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । তবে নিখোঁজ পর্যটকদের পরিবারের ও গাড়ি চালকের পরিবারের দাবি ছিল উদ্ধারকার্যে সেনা বাহিনীকে মোতায়েন করা হোক ।অপরদিকে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব উপস্থিত হন ঘটনাস্থলে। এবং সেখানে গিয়ে তিনি কথাও বলেন পর্যটক ও গাড়ির চালকের পরিবারের সাথে। এর পাশাপাশি কথা বলেন বিপর্যয় মোকাবিলা বাহিনী আধিকারিকদের সাথেও। অপরদিকে গজলডোবার একটি মৃতদেহ ভেসে উঠে তিস্তার লকগেটে।

এরপর সনাক্ত হয় সেটি গাড়ি চালক রাকেশ রাইয়ের মৃত দেহ। তবে এখনও পর্যন্ত খুজে পাওয়া যায়নি গৌরব শর্মা ও গোপাল নারওয়ানি। এবং গতকালই সেবকে এসে উপস্থিত হন নৌসেনা বাহিনী। এরপর এদিন সকাল থেকেই নৌসেনা শুরু করে তল্লাশি । যদিও গতকালের পর পর্যটনমন্ত্রী গৌতম দেব এদিন সকালে ফের উপস্থিত হন সেবকে।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে যা সরঞ্জাম রয়েছে তাতে যদি না হয় তাহলে রাজ্যের উপর মহলের সাথে কথা বলে বিশখাপত্তনম থেকে নৌ সেনার অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে আসার বন্দোবস্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *