৮ জন ধরা পড়ল বাঁশদ্রোণীতে দুই প্রোমোটারকে গুলি করার ঘটনায়, উদ্ধার দেশি পিস্তল, খোঁজ চলছে বাকী অপরাধীদের
বেস্ট কলকাতা নিউজ : এখনও অবধি মোট আট জন কে গ্রেফতার করা হল বাঁশদ্রোণী এলাকায় শুট আউটের ঘটনায় । কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এই আট জনকে গ্রেফতার করে। পুলিশ এই ঘটনায় সেভেন এমএম দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ধৃতদের কাছ থেকে৷ এই পিস্তল থেকেই গুলি করা হয়েছিল ঘটনায় অন্যতম আহত ব্যবসায়ী বিশ্বনাথ সিং ওরফে বাচ্চাকে৷ তবে অভিযুক্ত বাচ্চা অন্য আহত ব্যবসায়ীকে যে আগ্নয়াস্ত্র থেকে গুলি চালিয়েছিল, পুলিশ সেটির খোঁজ এখনও পায়নি৷ মঙ্গলবার সকালে সিন্ডিকেটকে কেন্দ্র করে দুই ইমারতি ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুরে। এরপরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷
প্রাথমিক তদন্তে পুলিশ এও জানতে পেরেছে, মঙ্গলবার বাঁশদ্রোণীর যে অফিসে গুলি চালানোর ঘটনা ঘটে, সেটি রয়েছে প্রিয়াজিৎ গ্রুপের নামে৷ যার মালিক উত্তম মণ্ডল৷ এই উত্তমের সঙ্গেই এক সময় কাজ করতেন মলয় ও বিশ্বনাথ।মঙ্গলবার প্রথমে বিশ্বনাথ ওরফে বাচ্চাই মলয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছিল৷ ঘটনাস্থলে উপস্থিত মলয়ের তিন সঙ্গীর মধ্যে শম্ভু গুলি চালায় পাল্টা বাচ্চাকে লক্ষ্য করে৷
যদিও প্রথমে মলয় এমআর বাঙুর হাসপাতালের চিকিৎসকদের কাছে শম্ভুর গুলি চালানোর বিষয়টি চেপে যায়৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ দুই ব্যবসায়ী মলয় দত্ত এবং বিশ্বনাথ সিং৷ তদন্তে নেমে গতকালই পুলিশ এসএসকেএম হাসপাতাল থেকে বেশ কয়েকজনকে আটক করে৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট আট জনকে, খোঁজ চলছে এমনকি বাকী অপরাধীদেরও৷