নেহরুর মূর্তি ভাঙচুর মধ্যপ্রদেশের সাতনায়, গ্রেফতার ৬ অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : মধ্যপ্রদেশে ঘটল জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুরের মতো ঘটনা। লাঠি ও পাথর নিয়ে জওহরলাল নেহরুর মূর্তি ভাঙতে দেখা গেল প্রায় ১০ থেকে ১২ জন যুবককে। এমনকি সেই ভিডিয়োই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে নেট দুনিয়ায় উঠেছে বিতর্কের ঝড় । ভিডিয়োতে এও দেখা গেছে , ওই যুবকেরা লাঠি দিয়ে নেহরুর মূর্তিতে একের পর এক বাড়ি মারছে। তাদের মধ্যে একজনকে আবার ওই মূর্তি ভাঙতে দেখা গিয়েছে হাতুড়ি দিয়ে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সাতনার জেলাশাসক দফতর থেকে মাত্র ৫০ মিটার দূরে ধাওয়ারি চত্বর এলাকায়।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, গেরুয়া পতাকা ছিল ওই যুবকদের হাতে । তারা স্লোগান দিচ্ছিল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে। গেরুয়া পতাকা হাতে নিয়ে তারা কেন মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছিল, তা অবশ্য স্পষ্ট নয়। এই মূর্তি ভাঙার ঘটনায় পুলিস ছজনকে গ্রেফতার করেছে। ঘটনায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিসের এক কর্তাও ।এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেসের প্রধান কমল নাথ। তিনি ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন।