দেশ জুড়ে চলা IMA-এর কর্মবিরতির মধ্যেই গেট খুলল মেডিক্যাল কলেজ
বেস্ট কলকাতা নিউজ : সমগ্র দেশ জুড়ে আজ কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ৷ তবে এতে রোগীদের কোনো রকমের ভোগান্তির শিকার হতে হবে না বলে জানানো হলেও, অনেক ক্ষেত্রেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে রোগীদের ৷ এসবের মধ্যেই বুধবার খুলে দেওয়া হল মেডিক্যাল কলেজের গেট৷ যদিও সেখানে কোনো টিকিট দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে৷
গতকালই জানা যায়, বুধবার সকাল ৬টা থেকে সমগ্র চিকিৎসকেরা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাকে দেশজুড়ে কর্মবিরতি পালন করবেন৷ আরও জানা গিয়েছে লোকসভায় জাতীয় মেডিক্যাল কমিশন বিল পাসের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে ৷ তবে ধর্মঘট ডাকা হলেও জরুরি চিকিৎসা পরিষেবা যে কোনওভাবেই বন্ধ হবে না তাও জানিয়ে দেওয়া হয় ই আই এম এর পক্ষ থেকে ৷উল্ল্যেখ্য , দেশের চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নের জন্য এই বিল পাস করা হয়৷ তবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, এর ফলে চিকিৎসা ব্যবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতে চলে যাবে৷ এছাড়া সূত্রপাত হবে একাধিক সমস্যার৷আইএমএ-র প্রেসিডেন্ট তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন ট্যুইট সে কথা করে জানান,