বিতর্কিত মন্তব্যের জের, অবশেষে কলকাতা পুলিশ তলব করল বিজেপি নেত্রী নূপুর শর্মাকে
বেস্ট কলকাতা নিউজ : মুম্বই পুলিশের পর এ বার কলকাতা পুলিশ তলব করল বিজেপির নিলম্বিত (সাসপেন্ড) জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে। নারকেলডাঙা থানায় ডেকে পাঠানো হয়েছে নূপুরকে। তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২০ জুনের মধ্যে । নূপুরকে নোটিস পাঠানো হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায়। বিজেপি নেত্রী মূলত আপত্তিকর মন্তব্য করেন একটি টেলিভিশন চ্যানেলে । যে মন্তব্য ঘিরে তোলপাড় হয় এমনকি গোটা দেশ। ইতিমধ্যেই বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হয়েছে নূপুরের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলেও ।
এদিকে তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল নূপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এফআইআর দায়ের করেছেন ঘৃণাভাষণের অভিযোগে।নূপুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া-সহ নানা ধারায়। নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে মামলাকারী প্রয়োজনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন।