পার্থবাবু বিজ্ঞ মানুষ, ব্যক্তিগত ক্রোধ নেই ওঁর উপর’, এমনি মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
বেস্ট কলকাতা নিউজ : সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন একাধিক মামলায়। এমনকি নিয়োগ দুর্নীতি নিয়েও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন তাঁর নিশানায়। এবার সেই পার্থ চট্টোপাধ্যায়কেই কিছুটা প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পার্থবাবু বিজ্ঞ মানুষ, ওঁর উপর ব্যক্তিগত ক্রোধ নেই, এমনই মন্তব্য করলেন বিচারপতি।
এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিসের একাধিক মামলায়। এ ব্যাপারে প্রথম দিন নির্দেশ দেওয়ার সময়ে এও বলেছিলেন যে, এসএসকেএম হাসপাতালের উডবার্নে ওয়ার্ডে ভর্তি হওয়াও চলবে না নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পরিবর্তে। এমনকি বিচারপতি সেই রায়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন সিবিআই চাইলে পার্থবাবুকে গ্রেফতারও করতে পারে বলেও।
মঙ্গলবার এসএসসি সংক্রান্ত মামলার শুনানির সময়ে সেইই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আমি হয়তো পার্থ চট্রোপাধ্যায়কে নিয়ে কিছু মন্তব্য করেছি। কিন্তু আমার ব্যক্তিগত কোনও রাগ বা ক্ষোভের ব্যাপার নেই পার্থ চট্রোপাধ্যায়কে নিয়ে। তিনি একজন বিজ্ঞ ব্যাক্তি।