টালিগঞ্জ থানার ওসিকে শো-কজ করা হলো পুলিশ নিগ্রহের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : মাতালদের আটক করে থানায় নিয়ে আসার মাসুল গুনতে হচ্ছে পুলিশকে৷ এবার পুলিশ নিগ্রহ হওয়ার ঘটনায় শো-কজ করা হল টালিগঞ্জ থানার ওসি অনুপ ঘোষকে৷লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী , গত রবিবার রাতে টালিগঞ্জ থানায় যে তান্ডব চালানো হয়েছে লালবাজারকে সেই বিষয় কিছু জানান হয়নি৷ এমনকি পুলিশকর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়টিও চেপে দেওয়া লালবাজারের কাছে ৷ ওই রাতে পুলিশের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ পাল্টা কোনও মামলা করেনি৷ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে দেখেই লালবাজার নড়েচড়ে বসে৷
সোমবার বিকালে টালিগঞ্জ থানায় যান গোয়েন্দা-প্রধান মুরলীধর শর্মা ও ডেপুটি কমিশনার (দক্ষিণ) মিরাজ খালিদ৷ তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে একটি প্রাথমিক রিপোর্ট দেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাকে৷ সেই রিপোর্টের উপর ভিত্তি করেই টালিগঞ্জ থানার ওসি অনুপ ঘোষকে নোটিস ধরানো হয় শো-কজ এর ৷ ঘটনার প্রায় ১২ ঘন্টা পরে লালবাজার স্বতঃপ্রনোদিত মামলা শুরু করে ৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি৷
ঘটনার সূত্রপাত হয় রবিবার রাতেই ৷ চেতলার চার বাসিন্দা প্রকাশ্যে রাস্তায় মদ্যপান করে৷ টালিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে ওই যুবকদের ৷ তাদেরকে থানায় নিয়ে আসার সময় পালিয়ে যায় একজন৷ পালিয়ে যাওয়া যুবকই এলাকা থেকে আরও অনেককে সঙ্গে নিয়ে এসে হাজির হয় টলিগঞ্জ থানায়৷ চালানো হয় ভাংচুর ও তান্ডব ৷ থানার ভিতরে ঢুকে মারধর করা হয় কর্তব্যরত পুলিশকেও ৷ এখানেই শেষ নয় থানা লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল৷ সেই তিন জনকে আটক করা হলেও পরে তাদেরকে থানা থেকেই ছেড়ে দেওয়া হয়৷