বাংলার রানিগঞ্জেরও দশা হতে পারে জোশীমঠের মতো এমনি বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতার
জোশীমঠের মতো অবস্থা হতে পারে বাংলার রানিগঞ্জের! যে কোনও সময়ে ধস নেমে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার মেঘালয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে মোদী সরকারের একাধিক কাজ নিয়ে তীব্র সমালোচনা করেন। প্রশাসনিক প্রধান। আর তা বলতে গিয়েই জোশীমঠের সঙ্গে রানিগঞ্জের তুলনা করে বসেন তিনি। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। রানিগঞ্জ মানেই কলিয়ারি! চারপাশ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়লা-খনি। মাঝে মধ্যেই খনিতে আটকে পড়ে বহু মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, কয়লা উত্তোলনের কারণে মাঝে মধ্যেই এলাকার বিস্তীর্ন অঞ্চলজুড়ে ধস নামে। আর তা নিয়েই কেন্দ্র-রাজ্যের মধ্যে একটা সংঘাত রয়েছে। ইসিএল কর্তাদের দাবি, অবৈধ ভাবে কয়লা উত্তোলনের কারণে এই ঘটনা ঘটে। এমনকি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বারবার প্রশ্ন ওঠে। আর এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর।