কর্মীরা কি কারণে বকেয়া পাচ্ছেন না দ্রুত মেটাতে হবে ডিএ , বিচারপতি রাজশেখর মান্থার কড়া নির্দেশ রাজ্যকে
ডিএ মামলা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। কেন আদালতের নির্দেশ সত্ত্বেও মেটানো হয়নি। রাজ্য সরকারকে অবিলম্বে সরকারি কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। এদিকে অবস্থান বিক্ষোভে বসেছে সরকারি কর্মীদের সংগঠন। বকেয়া ডিএ না মেটানো হলে সরকারি দফতর এক সময় অচল হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ডিএ মেটাতে এত দেরি কেন আদালতের নির্দেশের পরেও কেন মেটানো হচ্ছে না বকেয়া ডিএ। শুক্রবার কলকাতা হাইকোর্টে ডিএ নিয়ে কড়া অবস্থান দেখালেন বিচারপতি রাজশেখর মান্থা।বকেয়া ডিএ কেন মেটানো হচ্ছে না তা নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। ডিএ দ্রুত মেটানোর নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও সরকার একাধিক অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটায়নি।