অবশেষে সত্যি হলো শুভেন্দু অধিকারীর আশংকাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ক্যাগকে অডিটের নির্দেশ মিড-ডে মিল দুর্নীতি কাণ্ডে
রাজ্য সরকারের বিরুদ্ধে মিড ডে মিলের টাকা নয়ছয়ের অভিযোগ। কেন্দ্রীয় টিমের রিপোর্ট পাওয়ার পরেই ক্যাগ অডিটের নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন রাজ্যে ক্যাগ আসছে। তার কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ক্যাগ অডিটের নির্দেশ। এই নিয়ে সরব হয়েছে শাসক দল। মিড ডে মিলের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে রাজ্য। প্রকাশ্য অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তারপরেই রাজ্যে মিড ডে মিল দুর্নীতি নিয়ে এবার ক্যাগ অডিটের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কেন্দ্রের দেওয়া টাকা ঠিক মত ব্যবহার করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতেই এই অডিট করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কোথায় মিড ডে মিলের টাকা ব্যবহার করা হয়েছে তা জানতেই এই অডিটের নির্দেশ।