আরও ৫০টি HDU বেড বাড়ানো হলো রাজারহাটের CNCI করোনা হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আরও ৫০টি HDU বেড বাড়ানো হল রাজারহাটের CNCI করোনা হাসপাতালে৷ এর ফলে HDU বেডের সংখ্যা বেড়ে ১০০ টি দাঁড়াল এই হাসপাতালে৷ রাজ্য সরকার এই বেড বাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীদের আরও উন্নত ব্যবস্থায় চিকিৎসার কথা মাথায় রেখেই৷ এমনকি রাজ্য সরকার উৎসবের আগেই সিদ্ধান্ত নিয়েছিল বাংলায় বাড়ানো হবে ২০০০ এর বেশি কোভিড বেড৷ উৎসবের পর তা ক্রমশ বাড়ানো হচ্ছে ধাপে ধাপে৷ যেখানে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসা পরিষেবা পাবেন একদম নিরখরচায়৷

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ১,৬৩৯টি কোভিড বেড বাড়ানো হচ্ছে সমস্ত সরকারি হাসপাতালে।পাশাপাশি ব্যবস্থা করা হচ্ছে এমনকি অতিরিক্ত ৫৩৫টি আইসিইউ বেডেরও৷কোভিড রোগীদের জন্য রাজ্যের সরকারি হাসপাতালে ২,১৭৪টি বেড বাড়ছে সবমিলিয়ে৷

প্রসঙ্গত, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ বেড বাড়ানো হয়েছে পুজোর আগেই৷ তার ফলে কোভিড বেডের সংখ্যা বেড়ে মোট ৭০০ টি হয়েছে ওই হাসপাতালে৷ ওই হাসপাতালে আরও ৩০০টি বেড বাড়ানো হবে পুজোর পর৷ তার মধ্যে ১০০-টি করে বেড বরাদ্দ ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং রিজিওয়াল ইনস্টিউট অফ অপথালমোলজিতে৷ ৬০টি ইডেন বিল্ডিংয়ে এবং ৪০টি বেড বাড়ানো হবে ক্যাজুয়ালটি ব্লকে৷ এমনটাই খবর মিলছে সূত্র মারফত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *