উরস উৎসবের উপলক্ষ্যে বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেনে মেদিনীপুরে প্রচুর পুণ্যার্থী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

ভারতের মাটিতে হাজার হাজার বাংলাদেশি। উদ্দেশ্য উরস উৎসবে (Urs festival) সামিল হওয়া। এই উৎসবে এক হয়ে যায় সীমান্তের গণ্ডি। প্রতিবছর স্পেশাল ট্রেনে করে পশ্চিম মেদিনীপুরে আসেন বাংলাদেশী ভক্তরা। গত দু’বছর করোনার জেরে ট্রেন বন্ধ ছিল তাই অনেকেই এই উৎসবে সামিল হতে পারেননি। সেই আক্ষেপ মিটেছে। ২০২৩ এ আবার পুরনো ছন্দে ফিরেছে উৎসবের মেজাজ। প্রায় দুই বছর পর বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মেদিনীপুর স্টেশনে এসেছে বাংলাদেশের পুণ্যার্থী স্পেশাল ট্রেন। যেখানে রয়েছেন প্রায় ২৫০০ জন পুণ্যার্থী। স্টেশনে মেদিনীপুর পুরসভা যাত্রীদের স্বাগত জানিয়েছেন। তারপর তাদের নিয়ে যাওয়া হয় শহরের উরস উৎসবে। এই আন্তর্জাতিক উৎসব ১৫ ফেব্রুয়ারি থেকে মেদিনীপুরের মির্জাবাজার এলাকাতে শুরু হয়েছে। গত দু’বছর করোনার জেরে উৎসবের আনন্দে একটু আক্ষেপ থাকলেও চলতি বছরে তা কানায় কানায় পূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *