গর্ভবতী মহিলাদের ফলিক এসিড খাওয়া অত্যন্ত জরুরি, জানালেন বিশিষ্ট চিকিৎসকেরা
বেস্ট কলকাতা নিউজ : প্রতিবন্ধকতা প্রতিরোধ দিবস উপলক্ষে প্রেস ক্লাব কোলকাতার সহোযগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, গত কয়েকদশকে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হলেও কমেনি শারীরিকভাবে অক্ষম শিশুদের জন্মানোর হার। এর প্রধান কারণ অন্তঃসত্ত্বা মহিলাদের শরীরে ফলিক এসিডের পরিমাণ কম থাকা , সন্তানসম্ভবা মহিলাদের ফলিক অ্যাসিড দেওয়াটা অত্যন্ত জরুরী। এদিনের আলোচনা সভা ছিলো মূলতঃ সেই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য। এই উপলক্ষে এদিন কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, সন্তানসম্ভবা মহিলাদের ফলিক এসিড দেওয়াটা জরুরী যাতে তারা শারীরিকভাবে সক্ষম সন্তান প্রসব করতে পারেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সন্দীপ চ্যাটার্জি, ডাঃ শুভাশিস সাহা, ডাঃ কৌশিক শীল সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। ডাঃ সন্দীপ চ্যাটার্জি জানান, আগামীদিনে ফলিক এসিড ঘাটতির কারনে কোনো শিশু যেন প্রতিবন্ধকতা নিয়ে না জন্মায়, সেটাই এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য।