উপাচার্য কুকথা বলছেন আশ্রমিকদের নিয়ে , শান্তিনিকেতন ট্রাস্টের নালিশ প্রধানমন্ত্রীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রুখে দাঁড়াল শান্তিনিকেতন ট্রাস্ট। আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে ট্রাস্ট। চিঠিতে তাঁরা অভিযোগ করেছেন শান্তিনিকেতনের আশ্রমিকদের অপমান করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই উপাচার্য আশ্রমিকদের আক্রমণ করে একাধিক মন্তব্য করেছেন। তাঁেক নিয়ে ছাত্র, অধ্যাপক সব মহলেই অসন্তোষ বজায় রয়েছে।

যবে থেকে তিনি দায়িত্ব নিয়েছেন তবে থেকেই চরমে উঠেছে অশান্তি। ছাত্ররা দফায় দফায় উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এমন কী অধ্যাপকরাও তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বসন্তোৎসবের নাম বদলে দিয়ে বসন্ত বন্দনা করে দিয়েছেন। এমনকি তিনি প্রবেশ করতে দেননি কোনও বাইরের লোকজনকেও । এক কথায় দোলের আগেই ছাত্রছাত্রীদের নিয়ে বসন্ত বন্দনা করে ফেলেছেন তিনি। তিনি এও বলেন বসন্তোৎসবের নামে বাইরের লোকেরা এসে শান্তিনিকেতনে তাণ্ডব চালাত। তিনি সেটা বন্ধ করে দিয়েছেন। আর সেটা করতে দেওয়া হবে না বলেই উপাচার্য বার্তা দিয়েছিলেন। তারপরেই প্রবীণ আশ্রমিকদেরও কটাক্ষ করেন তিনি। তাতে প্রবল রুষ্ট হন আশ্রমিকরা। তারপরেই আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন শান্তিনিকেতন ট্রাস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *