রাজ্যের সাত জেলার মুকুটে এক নতুন পালক যক্ষ্মা দূরীকরণে, বাংলার ঘরে এলো সোনা-রুপো-ব্রোঞ্জ
বেস্ট কলকাতা নিউজ : যক্ষ্মা দূরীকরণে সোনা, রূপো ও ব্রোঞ্জের ‘মুকুট’ পেল পশ্চিমবঙ্গ । যক্ষ্মা দূরীকরণে বিশেষ উদ্যোগের জন্য ভারত সরকারের তরফে এই পুরস্কার পেল পশ্চিমবঙ্গ। শুক্রবার ছিল বিশ্ব যক্ষ্মা দিবস। সেই উপলক্ষে বারাণসীতে ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিটের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশ-বিদেশের বিভিন্ন অতিথিরা। সেই বিশেষ অনুষ্ঠান থেকেই বাংলার সাত জেলার স্বাস্থ্য আধিকারিককে পুরস্কৃত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
যক্ষ্মা দূরীকরণে যেসব রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে তাঁদের সেই উদ্যোগকে গতকাল পুরস্কৃত করা হল কেন্দ্রের তরফে। জানা গিয়েছে, ২০১৫ সালের তুলনায় বিভিন্ন জেলা স্তরে যক্ষ্মা দূরীকরণের কাজ কতটা এগিয়েছে, তার ভিত্তিতেই এই পুরস্কার দেওয়া হয়েছে। সোনা, রূপো ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে এই পুরস্কার ভাগ করে নেওয়া হয়েছে। আর এই তিন ক্যাটাগরিতেই পুরস্কৃত হয়েছে বাংলার চার জেলা। সোনা ক্য়াটাগরিতে পুরস্কৃত হয়েছে কালিম্পং, হাওড়া ও আলিপুরদুয়ার। রুপোর পদক জিতে নিল কোচবিহার। এবং ব্রোঞ্জ ক্যাটাগরিতে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর।