সাধারন মানুষ চরম ক্ষুব্ধ শিলিগুড়ি এবং দার্জিলিং এর মধ্যে বাস পরিসেবা নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : শিলিগুড়ি এবং দার্জিলিং এর মধ্যে বাসের পরিসেবা নিয়ে সাধারন মানুষ চরম ক্ষুব্ধ ।তারা জানিয়েছেন মাত্রা ছাড়িয়ে চলছে বাস ভাড়া। যা ভাড়া তার তিনগুন বেশী টাকা চাওয়া হচ্ছে পর্যটকদের কাছে। উপায় না দেখে সেটাই দিয়ে দিচ্ছেন পর্যটকেরা। কারন তারা এসেছেন বেড়াতে। আর পাহাড়ে তাদের যেতেই হবে। পর্যটকেরা জানিয়েছেন জিপ কিংবা অন্য চারচাকার গাড়িতে উঠলেই আগুন টাকা নেওয়া হচ্ছে। এত দাম দিয়ে পর্যটকেরা যেতে না চাইলেও একপ্রকার বাধ্য হয়েই তারা রাজী হচ্ছেন। আর সন্ধ্যার পরে তো কিছু করবারই থাকে না পর্যটকদের। এনজেপী থেকে দার্জিলিং যেতে আকাশছোয়া দাম হাকছেন তারা। পর্যটকেরা জানিয়েছেন পাহাড়ে আসতে তাদের আগ্রহ তৈরী হয় ঠিকই তবে এইভাবে দাম চাইলে তাদের পক্ষে পাহাড়মুখী হওয়া কোনভাবেই সম্ভব নয়। এনজেপী থেকে সেবক,এনজেপী থেকে মিরিক এবং এনজেপী থেকে কার্শিয়াং যেতে মাথাপিছু চাওয়া হচ্ছে হাজার থেকে পনেরশো টাকা। যা শুনে কপালে হাত বাসিন্দাদের। একলাফে তিনগুন বেশী ভাড়া দিতে হচ্ছে তাদের।তবে তারা জানিয়েছেন এইভাবে আসতে হলে আর পাহাড়ে আসার ব্যাপারে দুভাবে ভাববেন তারা।