কালীঘাটের কাকু’র স্ত্রীর মৃত্যু হল হার্ট অ্যাটাকে
বেস্ট কলকাতা নিউজ : হার্ট অ্যাটাকে মৃত্যু হল কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর। সোমবার রাতে মৃত্যু হয় সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্রের। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাণীদেবী। সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার আগে তাঁর হাঁটুর প্রতিস্থাপন করা হয়। স্ত্রীর মৃত্যুতে প্যারোলে বাড়িতে ফিরতে পারেন সুজয়কৃষ্ণ। যদিও তাঁর আইনজীবীর দাবি, এখনও পর্যন্ত সেরকম কিছু প্রসেস হয়নি।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র। তদন্তকারীদের দাবি, এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে এই সুজয়কৃষ্ণের। ২৮ জুন অবধি তাঁর জেল হেফাজত হয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি। আদালত অনুমতি দিয়েছে, তাঁকে জেলে গিয়ে জেরা করা যাবে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে আদালত বলেছিল, জেলের ভিতরে সুজয়ের গতিবিধি সিসিটিভির আওতায় রাখতে হবে। সেই ফুটেজ সংরক্ষণ করতে হবে। একইসঙ্গে জেলে তাঁর সঙ্গে কারা দেখা করতে আসছে সেই ফুটেজও সংরক্ষণ করার কথা বলা হয়। সুজয়কৃষ্ণ ভদ্রের প্রায় ৫৬-৫৭ বছর বয়স। স্ত্রীরও বয়সও কাছাকাছি। ছোট থেকে তাঁরা একে অপরকে চেনেন। এই বয়সে স্বামীর এমন টানাপোড়েনে মনে মনে ভাঙছিলেন বাণীদেবী। তাঁর দাবি ছিল, স্বামীকে ফাঁসানো হচ্ছে। বাণী ভদ্র বলেছিলেন, “কোনও দুর্নীতিতে উনি যুক্ত নন। এটা হতেই পারে না। এটা রাজনৈতিক ষড়যন্ত্র।”