‘থমকে’ মহানগরের উন্নয়ন! বকেয়া পাওনার জেরে টেন্ডারে অংশগ্রহণ বন্ধ করলেন ঠিকাদাররা
বেস্ট কলকাতা নিউজ :বকেয়া রয়েছে ঠিকাদারদের পাওনা। আর সে কারণেই টেন্ডারে অংশগ্রহণ করা সম্পূর্ণ রূপে বন্ধ করে দিয়েছেন ঠিকাদাররা। স্বাভাবিকভাবেই এর জেরে চরম বিপত্তিতে পড়েছে কলকাতা পুরসভার বরো ভিত্তিক উন্নয়নের কাজ। পুর পরিষেবা সংক্রান্ত উন্নয়নমূলক কাজ, রক্ষণাবেক্ষণ বা নতুন কিছু তৈরির কাজ স্তব্ধ হয়ে গিয়েছে শহরের বহু অংশে। পুরসভার নিয়ম অনুযায়ী, যে কোনও কাজের টেন্ডার ডাকা হলে, অংশ নিতে হয় ন্যূনতম তিন জনকে। কিন্তু এখানে তিন জন তো দূর অস্ত, একজনও টেন্ডারে অংশ নিচ্ছেন না। ফলে কাজের জন্য টেন্ডার ডেকেও তা প্রশাসনকে বাতিল করতে হচ্ছে।
এদিকে , পুরসভার তথ্য বলছে, ঠিকাদারদের পাওনা বাকি রয়েছে ২০২১-২২ অর্থ বর্ষ থেকেই । কয়েকশো বিল পুরসভার অর্থ বিভাগে জমাও পড়ে রয়েছে। কিন্তু সেই অর্থ মেটাতে প্রয়োজন প্রায় ১০০০ কোটি টাকা । যা বর্তমানে পুরসভার সাধ্যের মধ্যে নেই। বিষয়টি অস্বীকার করেননি খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।
এই টেন্ডার জটিলতায় আটকে রয়েছে রাস্তা খোঁড়া পর তা সংস্কার করে পিচের প্রলেপ দেওয়া থেকে শুরু করে নতুন আলোর ব্যবস্থা বা নিকাশি নালার সংস্কার, এমনকি বস্তির উন্নয়নও। স্বাভাবিকভাবেই চরম বিপাকে পড়েছেন কলকাতার ১৬ টি বরোর চেয়ারম্যান এবং শাসক-বিরোধী মিলিয়ে প্রায় সব কাউন্সিলর।