ফের সিগন্যাল বিভ্রাট করমণ্ডলের রাস্তাতেই , ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হল হাওড়া-খড়গপুর সেকশনে
বেস্ট কলকাতা নিউজ : দু’দিন আগেই সন্ধ্যা নামার মুখে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছিল সোনারপুর স্টেশনের কাছে। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখায়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় বহু লোকাল ট্রেন । অফিস থেকে বাড়ি ফেরার পথে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। এবার রেলের গুমটিতে শর্ট-সার্কিটের কারণে লেগে গেল আগুন। পুড়ে গেল সিগন্যালিংয়ের তার। তার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের। মঙ্গলবার বিকাল হঠাৎই দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হাওড়া-খড়গপুর সেকশনের বালিচক লেভেল ক্রসিং সংলগ্ন গুমটিতে আগুন লেগে যায় বলে খবর। আগুনে পুড়ে যায় ইলেকট্রনিক্স সিগন্যালিং সিস্টেমের কেবল তার। বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা।
ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল ট্রেন। থমকে যায় বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। শেষে ম্য়ানুয়াল সিস্টেমে ফের চালু করা হয় সিগন্যাল ব্যবস্থা। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। এদিকে খবর পাওয়া মাত্রই বালিচক লেভেল ক্রসিং সংলগ্ন গুমটিতে যান দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। চেষ্টা চলে দ্রুত সিগন্যালিং ব্যবস্থা মেরামত করে সমস্ত পরিষেবা আগের অবস্থায় নিয়ে আসার ।