ভয়াবহ ভুমিকম্প নেপালে মৃত দেড়শো জনের কাছাকাছি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কাঠমান্ডু : নেপালে ভয়াবহ ভুমিকম্পে মৃত দেড়শো জনের কাছাকাছি। গতকাল গভীর রাতে এই ভুমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় গোটা নেপাল। রাত গভীর হয়ে যাওয়ায় এবং তাপমাত্রা একেবারেই কম থাকায় সেই সময় অধিকাংশ মানুষ ঘরে ছিলেন। এবং খাওয়া দাওয়া করে বিছানায় চলে গিয়েছিলেন। নেপালের বেশীরভাগ বাড়িই কাঠের হওয়ায় হুড়মুড়িয়ে পড়ে যায় প্রচুর বাড়ি। প্রায় রিকটার ষ্কেলে ছয় হওয়ায় মানুষ আতঙ্কে বাড়ির বাইরে চলে আসেন। ভুমিকম্পের প্রচুর শব্দ হওয়ায় মানুষ চিৎকার করে বাড়ির বাইরে চলে আসেন। ভুমিকম্পের প্রবল তোড়ে সব ভেঙে চৌচির হয়ে যায়। সাথে সাথে মানুষ বাড়ির থেকে বাইরে চলে আসেন। বহু মানুষ বাড়ির নীচে চাপা পড়ে যান। বয়ষ্ক এবং বাচ্চাদের নিয়ে বাড়ির লোকেরা চলে আসেন। একেই অন্ধকার এর অপরে ভুমিকম্প সব মিলিয়ে রাতের বেলায় ভয়ানক অবস্থা তৈরী হয়ে পড়ে নেপালে। শেষ খবর পাওয়া পর্যন্ত একহাজার মানুষ আহত হয়েছেন এই ভুমিকম্পে। বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং বহু গাছপালা নষ্ট হয়ে গেছে। কয়েকশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন নেপালের এক বিখ্যাত সংবাদ সংস্থা। উদ্বারকার্যে নেমে পড়েছেন স্থানীয় সেনাবাহিনীর লোকেরা এবং সাধারন মানুষ। সাধারন মানুষকে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর জওয়ানেরা। নেপালের প্রধানমন্ত্রী এই ভুমিকম্পে আহতদের আর্থিক সাহায্য করবার কথা ঘোষনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *