শিলিগুড়িতে চলছে কালীপূজোর জোর প্রসতুতি,প্যান্ডেলগুলিতে চলছে শেষ কাজ
শিলিগুড়ি : মাঝে আর মাত্র ৫ টি দিন। তারপরেই শ্যামা মায়ের আরাধনা। শিলিগুড়িতে কালীপূজোর সাজ ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গেছে। কাজ শেষের পথে এখন বাকি আছে আলোকসজ্জার কাজ। শিলিগুড়ির বড় পূজোগুলির কাজ একেবারে শেষের দিকে। এখন সবাই আলোকসজ্জা নিয়ে চুড়ান্ত সাজ সাজাতে চাইছেন। কালীপূজোয় শিলিগুড়ির অন্যতম সেরা আকর্ষন তরুন সংঘের পূজো। সবদিক থেকে দক্ষিনবঙ্গের সাথে পাল্লা দেওয়া এই পূজো দেখতে আসেন বাইরে থেকে আসা প্রচুর মানুষ। এছারাও এলিট, জিটিএস এবং উলকা স্পোর্টিং club এর পূজো রীতিমতো আকর্ষনীয়। আকর্ষনীয় পূজো করে শিলিগুড়ির 14নং ওয়ার্ডের রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘও। সবমিলিয়ে কালীপূজোর প্রসতুতি এখন প্রায় চুড়ান্ত পর্যায়ে শিলিগুড়িতে। সারা শিলিগুড়ি এখন দেওয়ালীকে অভ্যর্থনা জানাতে তৈরী। নানান রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে গোটা শিলিগুড়ি শহরকে। কালীপূজোর জন্য তৈরী শিলিগুড়ি যেন এখন রুপকথার রাজকন্যা। ঝলমলে সন্ধ্যায় যেন শিলিগুড়ি এক অন্য রুপ নিয়েছে। এখন শুধুমাত্র মায়ের আগমনের অপেক্ষায় শিলিগুড়ির মানুষ।