এবারে শৈলশহরে দিতে হবে কুড়ি টাকা করে পর্যটন কর
দার্জিলিং : হোটেলে গিয়ে সময় কাটাবেন? শীতে আনন্দ করে বাড়ি ফিরে আসবেন? এখন থেকে একটু সমস্যা তৈরী হতে পারে এবার থেকে পর্যটক দের মাথাপিছু কুড়ি টাকা করে দিতে হবে। আট/দশদিন করে থাকেন পর্যটকেরা। আর তাদের ফেলে দেওয়া বজ্য পদার্থ সরাতে হিমসিম খেতে হয় দার্জিলিং পুরসভাকে। তাই এবারে দার্জিলিং পুরসভার সিদ্ধান্ত চলে যাবার আগে কুড়ি টাকা করে পর্যটন কর দিয়ে যেতে হবে পুরসভাকে। দার্জিলিং পুরসভার কাউন্সিলার নিলেশ গুরুঙ্গ জানান দার্জিলিং এর হোটেলগুলিকে সবচাইতে বেশী বজ্য পদার্থ সংগ্রহ করতে হয়, এবং তার ব্যাবস্থা করতে ব্যায় হয় প্রচুর অর্থ। এবার থেকে দার্জিলিং পুরসভা স্থির করেছে যেখানেই পর্যটকেরা যাবেন জঞ্জাল তৈরী করবেন সেখানেই তাদের মাথাপিছু কুড়ি টাকা করে দিতে হবে। আর ওই টাকা বজ্য পদার্থ অপসারনের কাজে ব্যাবহার করা হবে। এতদিন যে কাজ করতে পুরসভাকে প্রচুর টাকা ব্যায় করতে হচ্ছিল। বাধ্য হয়েই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। এই মাস থেকেই চালু হয়েছে এই কর। যদিও খবরে জানা গেছে পর্যটকেরা এই টাকা দেবার সময় কোন ক্ষোভ প্রকাশ করেন নি, বরঞ্চ সেটা তারা হাসিমুখেই মেনে নিয়েছেন। বাড়তি টাকা দিতে কেউ কোন আপত্তি করেন নি বলে জানিয়েছেন পুরসভার আধিকারিকেরা। এই টাকা পুরসভার উন্নয়ন এবং জঞ্জাল অপসারনের ক্ষেত্রে ব্যায় করা হবে বলে জানা গেছে দার্জিলিং পুরসভার তরফ থেকে।