সিকিমের বিপর্যয়ের পরে একেবারেই অনিশ্চিত সিকিম বাগডোগরা রেলপথ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ঘটে গেছে ভয়ানক বিপর্যয়। তাই আপাতত বন্ধ সিকিম এবং বাগডোগরা রেলপথ। এত বড় ঘটনার পরে আপাতত বন্ধ এই প্রকল্প। কবে আবার শুরু হবে কাজ কেউই বলতে পারছেন না। কারন ঘটনার প্রায় দেড় মাস পরেও অনিশ্চিত সিকিমের জনজীবন। স্বাভাবিক হতে সময় লাগবে বেশ কিছু দিন। তাই কোন কথাই বলা যাচ্ছে না এই কাজ নিয়ে। আসলে যারা বা যাদের উদ্যেগে এই কাজ শুরু তারাই পিছিয়ে পড়ছেন বলে খবর। এত বড় ঘটনার পরে একেবারেই বিপদে পড়ে গেছেন যারা এই কাজের মুল কারিগর। কিভাবে এবং কবে এই কাজ শুরু হবে সেটা জানেন না কেউই। তবে যেভাবে উদ্যেগ নিয়ে কাজ করবার কথা চলছিল সেটাই আপাতত বন্ধ। সেটা নিয়েই আপাতত দুশ্চিন্তায় সিকিম এবং বাগডোগরা রেলওয়ে কতৃপক্ষ। তারা মুশকিলে পড়ে গেছেন অনেক টাকা দিয়ে কাজ শুরু হবার জন্য।

কয়েক হাজার কোটি টাকা ব্যায় করা হয়েছে এই প্রকল্পের জন্য। এখন যদি এই প্রকল্প বাতিল করা হয় তবে বিশাল ক্ষতির সামনে পড়তে হতে পারে রেলকে। যেটা রেল কতৃপক্ষ চাচ্ছে না এখন। আবার অন্যদিকে যদি তড়িঘড়ি করে এই কাজ শুরু করা হয় তবে সিকিমের বিপর্যয়ের কথাও মাথায় রাখতে হবে রেলকে। তাই দুইদিক থেকেই বিভ্রান্ত রেল কতৃপক্ষ। কিভাবে এই খরচ কে সামলে নেবে তারা আপাতত সেই কথাই ঘুরছে রেলওয়ে আধিকারিকদের মুখে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *